আসন্ন দুর্গাপুজো উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে গাইড ম্যাপ উদ্বোধন করা হল। শুক্রবার মহা পঞ্চমী তিথিতে এই গাইড ম্যাপের উদ্বোধন করা হয়। বালুরঘাট পুলিশ লাইনে এই গাইড ম্যাপের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার রাহুল দে। শুক্রবার এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম, ডিআইজি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ-সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকেরা।
গাইড ম্যাপ উদ্বোধনের পাশাপাশি এদিন চাইল্ড কার্ড উদ্বোধন করা হয় পুলিশের পক্ষ থেকে। এছাড়াও বালুরঘাট থানার পক্ষ থেকে একটি পুজোর গানের সিডি প্রকাশ করা হয় পুলিশ সুপারের হাত দিয়ে।
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।