Balurghat : বাল্যবিবাহ মুক্ত জেলা গড়ে তোলার লক্ষ্যে মানববন্ধন পালিত

আরও পড়ুন

দক্ষিণ দিনাজপুর জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা গড়ে তোলার লক্ষ্যে মানববন্ধন পালিত হ’ল। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন স্কুলের কন্যাশ্রী ছাত্রীরা এদিন বিকেলে মানববন্ধনে অংশগ্রহণ করে। জেলা প্রশাসনিক ভবন থেকে বালুরঘাট বাস স্ট্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় মানববন্ধন হয় জেলা প্রশাসনের উদ্যোগে। উন্নয়নের পথে ১১ বছর শীর্ষক কর্মসূচি গত ৫ তারিখ থেকে শুরু হয়ে আজ ২০ তারিখে শেষ হয়। এই অনুষ্ঠানের কর্মসূচি হিসেবে বাল্যবিবাহ মুক্ত জেলা গড়ে তোলার সচেতনতা হিসেবে বাল্যবিবাহ মুক্ত প্রচারে দুটি উদ্বোধন করেন জেলা শাসক আয়েশা রানি।

বাল্যবিবাহ মুক্ত জেলা গড়ে তোলার লক্ষ্যে এদিনের মানববন্ধনে কন্যাশ্রী ছাত্রীদের সঙ্গে হাতে হাত ধরে মানববন্ধনে অংশ নেন জেলাশাসক আয়েশা রানি, জেলা পুলিশ সুপার রহুল-সহ পুলিশ ও প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। জেলাশাসক আয়েশা রানি জানান, দক্ষিণ দিনাজপুর জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রচার এর পাশাপাশি এদিন বালুরঘাটে মানববন্ধন করা হয়।

Bappa Halder, Reporter, Balurghat

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close