অবশেষে বাড়ি ফিরলেন অমরনাথ যাত্রায় আটকে পড়া বালুরঘাটের ছয় বন্ধু। রবিবার গভীর রাতে নিজ নিজ বাড়ি ফেরেন তারা। রাতের বেলা বাড়ি ফিরলেও সোমবার সকালেও তাদের চোখেমুখে ভয়াবহতার ছাপ স্পষ্টতই বোঝা যায়। যখনই সেই প্রকৃতির তাণ্ডবের কথা মনে পড়ে তখনই শিউরে ওঠেন তারা। কোনওভাবেই সেই দৃশ্যের কথা ভুলতে পারছেন না। এদিকে রবিবার রাতেই সাতজন বাড়ি ফেরায় তাদের পরিবার-পরিজনেরা স্বস্তি পান। সোমবার সকাল থেকেই তাদের প্রতিবেশী এবং নিকট আত্মীয়রা তাদের খোঁজখবর নিতে বাড়ি আসছেন। আবার অনেকেই ফোনে যোগাযোগ করেছেন। তারা বাড়ি ফিরে এসেছেন। তবে যারা এখনও অমরনাথে আটকে রয়েছেন বা অসহায় অবস্থায় রয়েছেন তারা যেনও সকলে সুস্থ ও সুরক্ষিতভাবে বাড়ি ফিরে আসতে পারেন এই কামনাই করেছেন তারা।
এপ্রসঙ্গে, সেই ছয় বন্ধুদের মধ্যে এক বন্ধু পুষ্পজিৎ চক্রবর্তী ঠিক কি বলেছেন শোনাব-
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।