বালুরঘাট শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম-এ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে সততার অনন্য নজির গড়লেন বালুরঘাট পুরসভার এক কর্মী। শুক্রবার সকালে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএম কাউন্টার থেকে ন’হাজার টাকা কুড়িয়ে পান বালুরঘাট পুরসভায় কর্মরত পার্থ প্রতিম মালাকার। এরপরই সেই কুড়িয়ে পাওয়া টাকা তার আসল মালিক যেনও ফেরত পান, সেই আশায় বালুরঘাট থানার পুলিশের হাতে সেই টাকাগুলি তুলে দেন পার্থ প্রতিমবাবু।
সূত্রের খবর, এদিন নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য বালুরঘাট শহরের বিংশ শতাব্দী এলাকার একটি ব্যাঙ্কের এটিএম কাউন্টারে যান পার্থবাবু। এটিএম কাউন্টারে প্রবেশ করে তিনি দেখেন এটিএমে আগে থেকেই টাকা বের হয়ে রয়েছে ৷ অথচ আশেপাশে কেউই নেই। এরপর তিনি সেই টাকা নিয়ে বালুরঘাট থানাতে এসে কর্তব্যরত পুলিশের হাতে তা তুলে দেন। এমন ঘটনার সাক্ষী হয়ে পার্থপ্রতিমবাবুর এই সততাকে কুর্নিশ জানিয়েছে বালুরঘাট তথা জেলাবাসী।
এবিষয়ে পার্থপ্রতিমবাবু কি জানিয়েছেন, কোনও কারনবশত যিনি টাকা তুলতে এসেছিলেন তিনি বুঝতে না পেরেই চলে যাওয়ার কারনে সেই টাকা বেরিয়ে থাকে। এই টাকার যিনি মালিক তার কাছে পুনরায় ফেরত দেওয়ার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছি।
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।