Balurghat : খুঁটিপুজোর আনন্দে মেতে উঠল নেতাজি স্মৃতি ক্লাব

আরও পড়ুন

ঢাকের বোল, কাসর ধ্বনি, ধুনোর গন্ধ আর পুরুতমশাইয়ের মন্ত্রোচ্চারণ সব মিলিয়ে ভরপুর খুঁটিপুজোর আনন্দে মেতে উঠল বালুরঘাটের নেতাজি স্মৃতি ক্লাব। সোমবার ক্লাব প্রাঙ্গনে এই খুঁটিপুজোর আয়োজন করা হয়। সোমবার এই খুঁটিপুজোতে এলাকার কচিকাঁচা থেকে শুরু করে মহিলা এমনকি প্রবীণ নাগরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এবিষয়ে পুজোর দায়িত্বে থাকা অজয় শংকর ঘোষ বলেন, “প্রতিবছরের মতো এবছরও আমরা দুর্গাপুজোর আয়োজন করেছি। এবারের পুজোর থিম আমাদের কেদারনাথ মন্দির। পাশাপাশি বিগত দু’বছরের মত এবছরও করোনাবিধি মেনে সমস্ত কিছু কাজ করা হবে। যেমন- মাস্ক ছাড়া মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না। ক্লাবের পক্ষ থেকে স্যানিটাইজ করার ব্যবস্থা থাকছে এবং মাস্ক বিতরণও করা হবে।

ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close