Balurghat : নবদ্বীপগামী নয়া রেলগাড়ি দক্ষিণ দিনাজপুরের, চালু সোমবার

আরও পড়ুন

আগামীকাল, সোমবার থেকে বালুরঘাট-নবদ্বীপের মধ্যে নতুন রেলগাড়ি চালু করতে চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। রেলগাড়িটি আগে নবদ্বীপ থেকে মালদা টাউন পর্যন্ত সপ্তাহে দু’দিন (সোম ও বৃহস্পতিবার) চলাচল করত। গোড়াতে যার নম্বর ছিল ১৩৪২১-২২। রেল মন্ত্রকের নয়া নিৰ্দেশিকায় তা সম্প্রসারিত হয়ে নবদ্বীপ থেকে মালদার বদলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পর্যন্ত চলাচল করবে। এই দিনগুলি হল- মঙ্গল, বুধ, শুক্র, শনি ও রবিবার। রেলগাড়িটির পরিবর্তিত নম্বর হয়েছে ১৩৪৩১-৩২। ভোর ৪টে বেজে ৪৫ মিনিটে নবদ্বীপধাম থেকে যাত্রা শুরু করবে। বালুরঘাটে বেলা ১২টা বেজে ১০ মিনিটে পৌঁছবে। পাশাপাশি বেলা ২টো বেজে ২০ মিনিটে নবদ্বীপের উদেশ্যে যাত্রা করে রাত ৮টা বেজে ৫৫ মিনিটে নবদ্বীপ স্টেশনে পৌঁছবে।

বালুরঘাটের সাংসদ ড সুকান্ত মজুমদার ভারতীয় রেল মন্ত্রককে অনুরোধ করেছিলেন- রেলগাড়িটা সপ্তাহে দু’দিনের বদলে ৫ দিন করে তা বালুরঘাট পর্যন্ত করা হোক। রেলমন্ত্রক সুকান্তবাবুর কথা শোনায় খুশি সাংসদ শ্রী মজুমদার। তাঁর কথায়- মূলত জেলার কৃষ্ণভক্তদের কথা মাথায় রেখেই ভারতীয় রেলমন্ত্রকের কাছে সুকান্তবাবু এই অনুরোধ রেখেছিলেন। তা বাস্তবায়িত হওয়ায় যারপরনাই খুশি শ্রীমজুমদার। বালুরঘাটের সাংসদ আর কি কি বলেছেন শুনব –

ফোর্টিন টাই মলাইন, বালুরঘাট

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close