রবিবার রাতে রেল দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে বালুরঘাটের সৈয়দপুর এলাকায়। সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম নারায়ণ বর্মন (৩২)। বাড়ি বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর এলাকায়। বালুরঘাট থানায় সিভিকের চাকরি করতেন তিনি।
রবিবার রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার সময় রাত প্রায় দশটা নাগাদ সৈয়দপুর এলাকায় বালুরঘাটগামী রেল দুর্ঘটনায় মারা যান তিনি। রাতেই পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়, এদিকে পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজির পরে ভোরবেলায় জানতে পারেন, নারায়ণবাবু রেলগাড়ির তলায় কাটা পড়ে মারা গিয়েছেন। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
বালুরঘাট থেকে বাপ্পা হালদার এর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা