Balurghat : পেট্রপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্না

আরও পড়ুন

পেট্রপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বালুরঘাটের হিলি মোড় ও বিশ্বাসপাড়া এলাকার দু’টি পেট্রোল পাম্পের সামনে ধর্না ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। শনিবার সকাল থেকে এই বিক্ষোভ চলে বালুরঘাট-সহ জেলার ২৫ টি পেট্রোল পাম্পের সামনে।

সূত্রের খবর, বালুরঘাটের হিলি মোড় ও বিশ্বাসপাড়া মোড় এলাকায় দুটি পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ করে যুব তৃণমূল। বালুরঘাট হিলি মোড়ের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের টাউন সভাপতি মহেশ পারখ, তৃণমূলের টাউন সভাপতি দেবাশিস কর্মকার-সহ অন্যান্য যুব তৃণমূল নেতৃত্বরা।

জানা গিয়েছে, শুধু বালুরঘাট নয়, এদিন জেলার ২৫ টি পেট্রোল পাম্পের সামনে এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র ছবি দিয়ে “ইণ্ডিয়াস বিগেস্ট পাপ্পু” নামেই এই কর্মসূচি গ্রহণ করা হয়।

তৃণমূলের অভিযোগ, কেন্দ্র সরকার যেভাবে পেট্রোপণ্য-এর মূল্য বাড়াচ্ছ তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। ফলে পুজোর মুখে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। দ্রুত দাম না কমলে আরও বড় আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close