Balurghat : জীবনবিমাকে বেসরকারিকরণের প্রতিবাদ সম্মেলন

আরও পড়ুন

শনিবার দুপুরে এলআইসি এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার দক্ষিণ দিনাজপুর শাখার ১১ তম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের নাট্যতীর্থ মন্মথ মঞ্চে এদিন অনুষ্ঠিত হল। এদিন সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে ১১ তম বিভাগীয় সম্মেলনের আয়োজন করা হয়।

শনিবারের এই সম্মেলন থেকে একাধিক দাবি তোলা হয়। এলআইসি সংস্থাটিকে যেভাবে বেসরকারিকরণ করার চেষ্টা করা হচ্ছে, তার প্রতিবাদে সরব হন এলআইসির এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার সদস্যরা। এছাড়াও, এদিন সম্মেলনে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। আগামীদিনে কিভাবে এই সংস্থার পক্ষ থেকে তার মুভমেন্ট করবে সেই সব বিষয় নিয়েও আলোচনা হয়। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন এলআইসি-র এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার জেলা ও রাজ্য নেতৃত্বর।

তবে জীবনবিমাকে বেসরকারিকরণ করা হলে আগামীদিনে মেয়াদান্তে অসুবিধা হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন অনেকেই।

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close