Balurghat: একশ দিনের কাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আরও পড়ুন

কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা দিচ্ছে না। বারংবার নিজের হকের টাকা চেয়েও টাকা পায়নি বাংলার সাধারণ মানুষ। এদিকে ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার ফলে বাংলার বিভিন্ন জেলায় ১০০ দিনের কাজের টাকা বকেয়া পড়ে রয়েছে। কেন্দ্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাকে বঞ্চনা করছে। তাই কেন্দ্রের এই বঞ্চনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

কেন্দ্রের এই বঞ্চনার কারনে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যব্যাপী প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে। সোমবার বিকেলে বালুরঘাট ব্লক তৃণমূলের পক্ষ থেকে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বালুরঘাট বিএম হাই স্কুল থেকে বালুরঘাট ব্লক অফিস পর্যন্ত হয় এই মিছিল। এদিনের মিছিলের নেতৃত্বদেন তৃণমূলের জেলা সভাপতি উজ্জ্বল বসাক, বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি অরূপ সরকার, দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী, ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা সহ অন্যান্য তৃণমূল নেতারা। তৃণমূলের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে অবিলম্বে কেন্দ্র বাংলার হকের টাকা না দিলে পরে আগামী দিনে তারা আরও বড় আন্দোলনে নামবেন। এদিকে শুধুমাত্র কেন্দ্রের বঞ্চনা নয় যেভাবে পণ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি হচ্ছে এর প্রতিবাদেও সরব হয়েছে তৃণমূল। এদিন তৃণমূলের প্রতিবাদ মিছিলের পর বালুরঘাট বিডিও অফিস চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। এবিষয়ে ব্লক সভাপতি অরূপ সরকার বলেন,

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close