বিশ্ব মাদক বিরোধী দিবস পালন দক্ষিণ দিনাজপুরেও। অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও এই দিনটি পুলিশের পক্ষ থেকে উদযাপন করা হয়। সাধারণ মানুষকে সচেতন করতে রবিবার সকালে বালুরঘাট থানার পক্ষ থেকে একটি সচেতনতা মূলক র্যালি বের করে। এদিনের র্যালিতে ছিলেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা-সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলান্টিয়ার এবং স্কুল ছাত্রীরা। এদিন সকালে বালুরঘাট থানা থেকে র্যালিটি বের হয়। এরপর বালুরঘাট শহর ঘুরে ফের থানাতে এসে তা শেষ হয়। মূলত সাধারণ মানুষদের মাদক জাতীয় যেকোনও মাদক দ্রব্য থেকে দূরে থাকতে বা বর্জন করতেই এদিনের সচেতনতামূলক র্যালি বালুরঘাট থানার পুলিশের। র্যালিতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতা মূলক প্ল্যাকার্ড ব্যবহার করা হয়। অন্যদিকে, বালুরঘাট থানার পাশাপাশি এদিন জেলার অন্যান্য থানার তরফে সচেতনতা মূলক র্যালিও বার করা হয়।
এবিষয়ে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন, “আজ ২৬ জুন। বিশ্ব মাদক বিরোধী দিবস। সাধারণ মানুষদের মাদক জাতীয় দ্রব্য থেকে সচেতন করতেই এদিন পুলিশের পক্ষ থেকে একটি সচেতনতা মূলক র্যালি বের করা হল। বালুরঘাট থানা এলাকাকে মাদক মুক্ত করার লক্ষ্যেই এদিনের মিছিলের আয়োজন”।
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।