বালুরঘাট শহরের চকভৃগু রেল স্টেশন সংলগ্ন এলাকার একটি ডোবা থেকে উদ্ধার হল রং মিস্ত্রির ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম সুবোধ তালুকদার। বয়স ৪২ বছর। বাড়ি বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চকভৃগু বগুড়াপাড়ায়। পেশায় তিনি রং ও কাঠ মিস্ত্রী ছিলেন। রবিবার সকালে মৃতদেহটি প্রথমে দেখতে পান স্থানীয় বাসিন্দা ও বাইরে থেকে আসা প্রাতঃভ্রমণকারীরা। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ।
সুবোধ তালুকদারকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা। কারন মৃতের শরীরে একাধিক জায়গায় ক্ষত চিহ্ন ছিল। এমনকি একটি পা-ও ভাঙা ছিল। কান দিয়ে রক্ত বের হচ্ছিল। সেই চিহ্নও পরিষ্কার । এছাড়াও মৃতদেহের উপর একটি কংক্রিটের পিলার চাপা দেওয়া ছিল। যা থেকে একরকম স্পষ্ট- ওই ব্যক্তিকে খুন-ই করা হয়েছে৷
পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালের পুলিশ মর্গ- এ পাঠায়। পাশাপাশি প্রাথমিকভাবে মনে হওয়ার খুনের কারন খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। কে বা কারা ওই ব্যক্তিকে খুন করেছে তাও খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।