শুক্রবার, ৮ জুলাই, ২০১৬ সালে পথ দুর্ঘটনা কমাতে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছিল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্প। মূলত পথ দুর্ঘটনা কমাতেই এই প্রকল্প চালু করা হয়েছিল রাজ্য জুড়ে। আজ ৮ জুলাই ষষ্ঠ বর্ষপূর্তি সেভ ড্রাইভ সেভ লাইফের।
শুক্রবার দুপুরে বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে দিনটি পালন করা হল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের উদ্যোগে। যেখানে হাজির ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার মহঃ নাসিম, ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা, ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ, বালুঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বালুরঘাট ট্রাফিক ওসি বাবুল হোসেন-সহ অন্যান্য পুলিশ কর্মীরা৷
এদিন একটি অনুষ্ঠানের মধ্যে থেকে পথ চলতি মানুষদের বোঝানো হয় এই প্রকল্পের গুরুত্ব। কিভাবে পথ আইনকে মেনে চলতে হয় এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হয় তা বোঝানো হয়। পাশাপাশি হেলমেটহীন মোটরবাইক আরোহীদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। পাশাপাশি এদিন পুলিশের পক্ষ থেকে একটি সচেতনতামূলক র্যালিও করা হয়।
ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট।