বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাটের থানা মোড় এলাকায় স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনালের উদ্ধোধন করা হয়। ট্রাফিক সিগনাল চালুর ২৪ ঘন্টা পরই ধরপাকর অভিযান শুরু হয়। শুক্রবার দুপুরে থানা মোড়ে বালুরঘাট ট্রাফিক পুলিশ ও থানার পক্ষ থেকে বিশেষ অভিযান চলে। মূলত যারা হেলমেট ছাড়া চলাচল করছেন ও অন্যান্য কাগজ-পত্র ঠিক নেই তাদের ধরা হয় এবং জরিমানা করা হয়। শুক্রবার হেলমেট না পড়ায় প্রায় ১০ জনকে জরিমানা করা হয়। এদিনের অভিযানে থানা মোড়ে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা ও বালুরঘাট ট্রাফিক ওসি বাবুল হোসেন-সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এদিন যাদের মাথায় হেলমেট ছিল না এবং অন্যান্য কাগজ ছিল না তাদের ‘স্পট ফাইন’ করা হয়।
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।