Balurghat : ‘খেলা হবে দিবস’-এর জন্য শুরু লীগ পর্যায়ের খেলা

আরও পড়ুন

‘খেলা হবে দিবস’-কে সামনে রেখে বালুরঘাট পুর ক্রীড়া যুব দফতরের উদ্যোগে লীগ পর্যায়ের খেলা শুরু হল। শুক্রবার বালুরঘাটের স্থানীয় উত্তমাশা এলাকায় বালুরঘাট কলেজের ক্রীড়াঙ্গনে কয়েকটি খেলা শুরু হয়। এই খেলাগুলিকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুরসভা সূত্রের খবর, বালুরঘাট শহরের মোট ২৫ টি ওয়ার্ডের মোট ২৫টি টিম এই খেলাতে অংশগ্রহণ করবে। আগামী দু’দিন ধরে এই খেলাতে যে সমস্ত টিম সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে তারা আগামী ১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’-এর দিন সেমিফাইনাল ও ফাইনাল খেলাতে অংশগ্রহণ করতে পারবে। বালুরঘাট শহরের স্থানীয় টাউন ক্লাব ময়দানে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close