ফুটবলের রেফারিদের জন্য কর্মশালার পর এবার মহিলা ক্রিকেটারদের নিয়ে প্রশিক্ষণ শিবির শুরু হল দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাটে। বাস্তবে দক্ষিণ দিনাজপুর জেলা পিছিয়ে পড়া জেলা হিসেবে পরিচিত। এই জেলায় বহু উঠতি মহিলা ক্রিকেটার রয়েছেন ৷ যারা জেলা ও রাজ্যস্তরে ক্রিকেট খেলছেন ৷ দক্ষিণ দিনাজপুর জেলার মহিলাদের ক্রিকেট খেলায় উৎসাহ বাড়াতে এবং যেসব মহিলা ক্রিকেটার রয়েছেন তাদের প্রশিক্ষণ আরও ভালোভাবে করানোর জন্য উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা এবং সিএবি।
জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং সিএবির সহযোগিতায় মহিলা ক্রিকেটারদের প্রশিক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় বালুরঘাট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ শিবিরের উদ্ধোধন করা হয়। ফিতে কেটে শিবিরের শুভ উদ্ধোধন করেন রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অমিতাভ চক্রবর্তী-সহ অন্যান্য জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিশিষ্টজনরা।
সোমবার থেকে শুরু হওয়া এই মহিলা ক্রিকেটারদের প্রশিক্ষণ শিবির আগামী এক মাস পর্যন্ত চলবে। একদম বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। এদিন এই প্রশিক্ষণের জন্য কলকাতা থেকে মহিলা ক্রিকেট প্রশিক্ষক ব্রততী সামন্ত এসেছেন বালুরঘাটে। তিনি আগামী এক মাস ধরে মেয়েদের প্রশিক্ষণ দেবেন বলে জানিয়েছেন। এদিনের প্রশিক্ষণ শিবিরে ২৫ জন অংশ নিয়েছেন। আগামীদিনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশা করছেন উদ্যোক্তারা। কলকাতাস্তরের প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ পেলে পরে জেলার মহিলাদের ক্রিকেট আরও উন্নত হবে বলে আশা রাখছে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা। এদিকে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে সব রকমভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র।
এবিষয়ে মহিলা ক্রিকেট প্রশিক্ষক ব্রততী সামন্ত ঠিক কি বলেছেন শুনব-
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।