Balurghat : রাজ্যজুড়ে চলছে ‘ছবি আঁকো প্রতিযোগিতা’

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ শিশু কিশোর অ্যাকাডেমির উদ্যোগে বালুরঘাটের জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়াতে খুঁদেদের নিয়ে অনুষ্ঠিত হল ‘ছবি আঁকো প্রতিযোগিতা’। মূলত ক বিভাগ ও খ বিভাগের প্রায় ৮০ জন প্রতিযোগীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুধু বালুরঘাটই নয় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর দেবীকোট ভবনেও এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলের পাশাপাশি নিবেদিতা হোম ও শুভায়ন হোমের আবাসিকরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নিবেদিতা হোমের প্রায় ১১ জন ও শুভায়ন হোমের ১২ জন আবাসিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মূলত রবিবারই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দক্ষিণ দিনাজপুরের দুটি স্থানে। এদিনের এই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সাংস্কৃতিক দফতর আধিকারিক রাজেশ কুমার মণ্ডল-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলাতে নয় রাজ্যব্যাপী পশ্চিমবঙ্গ শিশু-কিশোর অ্যাকাডেমির পক্ষ থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close