বর্তমানে রাজ্যজুড়ে ধর্ষণ থেকে শুরু করে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। রোজ দিনই কোথাও না কোথাও নির্যাতনের শিকার হচ্ছেন মেয়েরা। সেই জায়গা থেকে এবার মেয়েদের আত্মরক্ষার জন্য তায়কোণ্ড প্রশিক্ষণের ব্যবস্থা করা হ’ল। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন অনুষ্ঠান ভবনে কন্যাশ্রী মেয়েদের নিয়ে তায়কোণ্ড প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। যেখানে হাজির ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম, ডি এস পি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এদিন মূলত কন্যাশ্রী মেয়েদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। তৃণমূল সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্য জুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলাতে গত ৫ মে থেকে উন্নয়নের পক্ষে ১১ বছর পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে। সেই কর্মসূচির অধীন এদিনের এই কর্মশালা।
Fourteen Time Line, Dakshin Dinajpur