সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও গত ১ জুলাই থেকে প্লাস্টিক পুরোপুরি নিষিদ্ধ হয়েছে। বালুরঘাট পুরসভার পক্ষ থেকেও লাগাতার সচেতনতা মূলক প্রচার করা হয়েছে শহরজুড়ে। ক্রেতা ও বিক্রেতারা ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার না করে তার জন্য এবার সরব হল বালুরঘাট পুরসভা। সেই মত বালুরঘাট শহরের তহ বাজার এবং সাহেব কাছারী বাজারে এবার পদ্মপাতায় করে সামগ্রী দেওয়া হচ্ছে ক্রেতাদের। এর ফলে পদ্মপাতা ব্যবসায়ীদের উপার্জন বাড়ছে ঠিক তেমনই বাজারে প্লাস্টিক ব্যবহার বন্ধ হচ্ছে। মাছ, মাংস থেকে শুরু করে অন্যান্য সবজি এখন প্লাস্টিকের বদলে পদ্ম পাতায় বা খবরের কাগজে মুড়ে পুঁটুলি করে দেওয়া হচ্ছে। প্লাস্টিক বন্ধ হওয়ায় খুশি ক্রেতা থেকে বিক্রেতারাও।
প্রসঙ্গত, গত এক মাস থেকেই বালুরঘাট শহরজুড়ে সচেতনতামূলক প্রচার করেছে পুরসভা-সহ বিভিন্ন সংগঠন। মূলত সকলের কাছে প্লাস্টিক ব্যবহার না করার আবেদন জানায় পুরসভা। এদিকে প্লাস্টিক ব্যবহার করার সময় ধরা পড়লে ক্রেতাকে ৫০ টাকা ও বিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে বলে আগেই জানানো হয়েছে।
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।