Balurghat : টাকা, সোনা-সহ ব্যাগ ফেরালেন সিভিক ভলান্টিয়ার

আরও পড়ুন

সততার অন্যন্য নজির দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ও সোনা থাকা ব্যাগ ফেরত দিয়ে সততার নজির গড়লেন বালুরঘাট থানার কর্মরত এক সিভিক ভলান্টিয়ার। ওই সিভিক কর্মীর নাম গোপাল চন্দ্র মন্ডল৷ রবিবার দুপুরে বালুরঘাট থানার পক্ষ থেকে টাকা ও সোনার অলঙ্কার থাকা ব্যাগের মালিকের হাতে তুলে দেওয়া হয় ব্যাগ মালিক অসিত সরকারের হাতে৷ অসিতবাবু পেশায় সোনার দোকানের কারিগর। এদিন বালুরঘাট থানায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কুড়িয়ে পাওয়া ব্যাগটি মালিকের হাতে তুলে দেওয়া হয়। যেখানে হাজির ছিলেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশকর্মীরা। ব্যাগ ফেরত পেয়ে ওই সিভিক কর্মী এবং বালুরঘাট থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অসিত সরকার নামে ওই সোনার কারিগর। এদিন বালুরঘাট থানামোড়ে ওই ব্যাগটি প্রথমে এক ভবঘুরে কুড়িয়ে পান। সে রাস্তার পাশে রেখে দেয়। সেখান থেকে পাশের চায়ের দোকানে ব্যাগটি নিয়ে আসার পর দেখা যায় তাতে টাকা ও সোনা রয়েছে। এরপরই ব্যাগটি বালুরঘাট থানার জমা করে সিভিক ভলান্টিয়ার গোপাল চন্দ্র মন্ডল। এবিষয়ে ব্যাগ মলিক অসিত সরকার (সোনার কারিগর) কি বললেন শুনুন-

অন্যদিকে ব্যাগ ফেরৎ দেওয়া সিভিক ভলান্টিয়ার গোপাল মন্ডল কি বলেছেন শুনব –

পাশাপাশি বালুরঘাট থানার আই সি শান্তিনাথ পাঁজা কি বলতে চেয়েছেন শোনাব-

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close