Balurghat : আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সুবিধা সরেজমিনে দেখলেন জেলা শাসক

আরও পড়ুন

আদিবাসী সম্প্রদায়ের মানুষরা সরকারি সুযোগ সুবিধা ঠিকমত পাচ্ছেন কিনা, সেই সব সরেজমিনে খতিয়ে দেখতে শুক্রবার দুপুরে হঠাৎ বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের আসইর গ্রামে গেলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। গ্রামের মানুষরা সরকারি সুবিধা থেকে কোনও ভাবে বঞ্চিত না হন তার জন্য এমন উদ্যোগ জেলাশাসকের। জেলার বিভিন্ন আধিকারিকরা ভিন্ন ভিন্ন গ্রামে যাচ্ছেন। এবং গ্রামের মানুষের সঙ্গে কথা বলছে। এই সব মানুষদের কথা মাথায় রেখে এবার আদিবাসী পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছেন জেলা শাসক নিজে। মাটির বাড়ি দাওয়াই বসেই গ্রামের মানুষদের অভাব অভিযোগ শুনছেন। শুধুমাত্র অভাব অভিযোগ নয় সেই সব সমস্যা সমাধানের আশ্বাসও দেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। শুক্রবার জেলা শাসক যান দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের আসইর গ্রামে। জেলা শাসকের সঙ্গে ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা ও সমাজসেবী স্নেহলতা হেমব্রম। শুধুমাত্র আসইর নয়। জেলার অন্যান্য আদিবাসী গ্রামেও যাবেন জেলা শাসক। শুনবেন সাধারণ মানুষের অভাব অভিযোগ।

এই গ্রাম মূলত আদিবাসী অধ্যুষিত। এই গ্রামের মানুষদের বেশ কিছু সমস্যা রয়েছে। যার মধ্যে অন্যতম চলাচলের রাস্তার মাঝে একটি ব্রীজ ভেঙে রয়েছে৷ এক বছরের বেশি সময় ধরে ব্রীজটি ভেঙে রয়েছে। যার ফলে রাস্তা দিয়ে চলাচল করা মুশকিল হয়। এমনকি সেই ভাঙা ব্রীজের উপর দিয়ে চলাচল করতে মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা। এছাড়াও গ্রামের মূল রাস্তাটি চলাচলের অযোগ্য। গ্রামে রয়েছে পানীয় জলের অভাব৷ সেইসব খতিয়ে দেখতে এদিন হঠাৎই গ্রামে আসেন জেলা শাসক নিজে। ভাঙ্গা ব্রীজ, বেহাল রাস্তা ও পানীয় জলের সমস্যা নিজে খতিয়ে দেখেন। এবং এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলা শাসক।

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close