দক্ষিণ দিনাজপুর যুব তৃণমূল কংগ্রেসের নতুন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল। সোমবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সুবর্ণতটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরিশ সরকার, টাউন সভাপতি মহেশ পারখ, রাজ্য যুব তৃণমূলের অন্যতম সদস্য গোপেন সরকার সহ অন্যান্য যুব তৃণমূল নেতৃত্বরা।
সূত্রের খবর, যুব তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষিত হওয়ার পর এই প্রথম বৈঠক অনুষ্ঠিত হল। আগামী দিনে অভিষেক ব্যানার্জির কর্মসূচি রয়েছে জেলাতে। সেই কর্মসূচিকে কিভাবে সাফল্যমন্ডিত করা যায় সেই সব বিষয়ে আলোচনা হয়েছে বলে জেলা সভাপতি অম্বরিশ সরকার জানিয়েছেন। এছাড়াও সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, পঞ্চায়েত নির্বাচনে নিজেদের সংগঠন শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়েছে।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট , টাইমস ফোর্টিন বাংলা।