সোমবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নয়া জেলাশাসক পদে দায়িত্ব নিলেন বিনিজ কৃষ্ণা। নবাগত জেলা শাসককে ফুলের তোরা দিয়ে সম্বর্ধনা জানান, বিদায়ী জেলা সমাহর্তা আয়েশা রানী এ। এরপর নবাগত জেলাশাসকের হাতে দায়িত্বভার তুলে দিলেন বিদায়ী জেলাশাসক আয়েশা রানী।
জেলা শাসক হিসেবে এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলায় দায়িত্ব পেয়েছেন বিনিজ কৃষ্ণা। এর আগে তিনি এ আর ডি বিভাগে স্পেশাল সেক্রেটারি পদে ছিলেন। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার বিদায়ী জেলাশাসক আয়েশা রানী এ বদলি হয়ে গেলেন পশ্চিম মেদিনীপুর জেলায়।
ফোর্টিন টাইম লাইন, বালুরঘাট।