শুক্রবারে বালুরঘাটের পিএইচই দফতরে আগুন লাগার পর শনিবার সকালে সেখানে অফিসের কম্পিউটারের ভাঙা অংশ, প্রিন্টার, এসি মেশিন-সহ অন্যান্য যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা যায়। শুক্রবার রাতেই বেশকিছু আধপোড়া নথি উদ্ধার করেন অফিসের কর্মীরা। এই বিষয়টি জানতে পেরেই এদিন দুপুরে বারোটার পর অফিসে এসে পৌঁছন জনস্বাস্থ্য কারিগরি দফতরের নির্বাহী বাস্তুকার শুভব্রত কর। তিনি এদিন পুরো ঘটনাস্থল ঘুরে দেখেন। তিনি শুক্রবার বাইরে থাকায় খবর পেয়ে রাতেই বালুরঘাটে আসেন। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলেই জানিয়েছেন শুভব্রতবাবু। এদিনও ঘটনাস্থল থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। পুরো বিষয়টির উপর নজর রেখেছে পুলিশ ও দমকল কর্মীরা।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।