Balurghat : পার্কে দর্শকদের ভিড় টানলো সাঁতার প্রতিযোগিতা

আরও পড়ুন

জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে একটি সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়‌।

সূত্রের খবর ,বালুরঘাট শহরের স্থানীয় সুরেশ রঞ্জন পার্কে এই সাঁতারের প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। পাশাপাশি এই সাঁতার প্রতিযোগিতা উপভোগ করতে বহু দর্শকের ভিড় জমতে দেখা যায়। বিএসএফ সূত্রে খবর- শিলিগুড়ি, জলপাইগুড়ি, কিশানগঞ্জ,রায়গঞ্জ এই চারটি সেক্টরের প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। সময়ের সঙ্গে সঙ্গে এক একটি সেক্টরের দায়িত্ব পড়ে এই প্রতিযোগিতাগুলি আয়োজন করানোর। এবারে পতিরাম বিএসএফ ক্যাম্পের উপর এই দায়িত্ব পড়েছে। ক্যাম্পের পক্ষ থেকে সাঁতার প্রতিযোগিতার জন্য এই জায়গাটি চিহ্নিতকরণ করা হয়েছে। সেই কারনেই মঙ্গলবারের সাঁতার প্রতিযোগিতা বালুরঘাটের সুইমিংপুলে করা হয়।

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close