উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ না হতে পেরে জেলাশাসকের শরণাপন্ন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও পতিরাম এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। যদিও জেলাশাসকের পরিবর্তে অতিরিক্ত জেলা শাসকের কাছে দাবি জানান তারা।
ছাত্র-ছাত্রীদের দাবি, তাদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে। অন্যদিকে, রেজাল্ট রিভিউ প্রসঙ্গে তারা জানায়, রিভিউ করলে তিন মাস পর রেজাল্ট পাওয়া যাবে, সেক্ষেত্রে ভালো কলেজে ভর্তি হতে অসুবিধে হবে। পাশাপাশি, কোভিডের কারনে সারাবছর অনলাইনে ক্লাস হওয়ার পর, পরীক্ষার আগে অফলাইন পরীক্ষার কথা জানানো হয়। তাই তাদের দাবি, সমস্ত ছাত্র-ছাত্রীদের অবিলম্বে পাশ করিয়ে দিতে হবে। এবিষয়ে বর্ষালী দাস কি বলেছে শুনুন-
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।