Dakshin Dinajpur : রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীর

আরও পড়ুন

রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল হয়ে পড়ে রয়েছে। সেই রাস্তা মেরামতের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে সোমবার তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের খাসপুর এলাকায়।

সূত্রের খবর, বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রামপঞ্চায়েতের জনু পাড়ার প্রায় ২০০ ভোটার রয়েছে। তাদের অভিযোগ, তাদের গ্রামে যাওয়ার রাস্তা প্রায় এক কিলোমিটারের বেশি খারাপ। ওই এলাকার বেহাল রাস্তা মেরামতের জন্য দীর্ঘদিন যাবৎ দাবি করা হয়। বারংবার স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। রাস্তা না পেয়ে পঞ্চায়েত ভোটের আগে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। তাই এদিন সকাল সকাল বোল্লা-খাসপুর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রাম বাসিন্দারা। স্থানীয় প্রশাসন লিখিতভাবে দরখাস্ত না দিলে তারা পথ অবরোধ তুলবেন না। লিখিত আশ্বাস না পেলে তারা সামনের পঞ্চায়েত ভোট বয়কট করবেন বলেও হুঁশিয়ারী দেন। এদিন এই বিক্ষোভের জেরে রাস্তায় আটকে পড়েন সাধারণ মানুষ। যানবাহন চলাচলও ব্যাহত হয় এর জেরে।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close