এবারের মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট উচ্চ বিদ্যালয়ে ছাত্র সতীর্থ সাহা। তার প্রাপ্ত নম্বর ৬৮৭।
সূত্রের খবর, ছোট থেকেই পড়াশোনায় ভাল ছিল সতীর্থ। বাবা সমিত সাহা বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। ভবিষ্যতে ডাক্তার হতে চান সতীর্থ।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।