Dakshin Dinajpur : ভোটের আগে পিকনিকে গিয়ে যুবক খুন, অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে

আরও পড়ুন

ভোটের মুখে যুবক খুনে উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের দাড়ালহাট দরইপল গ্রামে। ঘটনার পর বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।

সুত্রের খবর, নিহতের নাম সমীর বর্মন, বয়স ৩৪ বছর। তার বাড়ি দরইপল গ্রামে। তপন ব্লকের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের দাড়ালহাট দরইপল গ্রামের যুবক সমীর বর্মন। বাড়িতে তার বাবা ও মা রয়েছেন। পেশায় তিনি এক গ্রামীণ চিকিৎসক ছিলেন। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে দাড়ালহাট এলাকায় তার ওষুধের দোকান। প্রতিদিনের মতো বুধবার বিকেলে তিনি দোকানে গিয়েছিলেন। রাত ৯টা নাগাদ বাবা-মাকে ফোন করে জানান- রাতে তিনি পিকনিকে যাবেন। কিন্তু রাতে ছেলে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ভোর থেকে ছেলেকে খুঁজতে শুরু করেন বাবা, মা। সকাল হতেই বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে যুবকের দেহ দেখতে পাওয়া যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বালুরঘাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের দাবি, ওই যুবক তৃণমূলের কর্মী ছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি-র বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে। খবর পেয়ে এলাকায় পৌঁছন তপন থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকাজুড়ে টহলদারি শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, তপন, দক্ষিণ দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close