বালুরঘাটের সাংসদ তথা বিজেপি দলের রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদার আগামীকাল বুধবারের জন্য একগুচ্ছ কর্মসূচি
সময়: সকাল ১০:০০টা
ঘটনা: ভাইফোটা
স্থান: লস্করহাট
সময়: সকাল ১১:০০টা
ঘটনা: ভাইফোটা
স্থান: খড়াইল, বাউল
সময়: দুপুর ১২টা
ইভেন্ট: জনজাতি গৌরব দিবস
স্থান: দাড়ালহাট
সময়: বিকাল ৩:৩০ পিএম
ইভেন্ট: 8 টিম নকআউট ফুটবল
টুর্নামেন্ট
স্থান: সন্ধ্যা ফুটবল মাঠ,
পতিরাজপুর, ইটাহার,
উত্তর দিনাজপুর
দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি দলের সভাপতি স্বরূপ চৌধুরী এখবর জানিয়েছেন।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।