Dakshin Dinajpur : পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন সারলেন সুকান্ত

আরও পড়ুন

শিক্ষক দিবসে ছাত্রদের সঙ্গে কিছুটা সময় কাটালেন বিজেপি-র রাজ্য সভাপতি তথা দক্ষিণ দিনাজপুরের সাংসদ সুকান্ত মজুমদার। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সঙ্গে মাটিতে বসে একই সঙ্গে মিড-ডে মিলের খাবার খান তিনি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের কাটনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ে এদিন শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট টেলিভিশন অভিনেতা কৌশিক রায়। এদিন সুকান্ত মজুমদার সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান করে শিক্ষক দিবসের অনুষ্ঠানের শুভ সূচনা করেন। ছাত্র-ছাত্রীদের নাচ-গান উপভোগ করার পাশাপাশি তাদের সঙ্গে বসে মিড-ডে মিল খান সুকান্ত মজুমদার। সকল ছাত্র-ছাত্রীদের কলম উপহার দেন তিনি।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close