Dakshin Dinajpur: বোল্লা মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করলেন বিজেপির রাজ্য সভাপতি

আরও পড়ুন

শুক্রবার বালুরঘাটের বোল্লা মেলায় হাজির থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করলেন স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর কথায়- উত্তরবঙ্গের এই মেলাটি সর্ববৃহৎ মেলা। এখানে তিনি তাঁর এমপি ল্যাডের টাকা থেকে ১৪ লক্ষেরও বেশি টাকা মঞ্জুর করেছেন যা দিয়ে গেট নির্মিত হচ্ছে। যে গেটের ওপরে বোল্লা মায়ের ছবি বসানো থাকবে।

বালুরঘাটের বোল্লা মন্দিরের কাঠামো পুজো পরিদর্শন করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close