Dakhsin Dinajpur : দণ্ডি কাণ্ডে ধৃতদের জামিন মঞ্জুর আদালতের

আরও পড়ুন

দণ্ডি কাণ্ডের ঘটনায় ধৃত দু’জনকে জামিন মঞ্জুর করেছে আদালত। তবে বেশকিছু শর্ত দিয়েছে আদালত এমনটাই জানা গেছে । ওই দু’জন তপনে কিংবা ওই আদিবাসী মহিলাদের সঙ্গে দেখা করতে পারবে না ৷ এমনকি আদালতের অনুমতি ছাড়া বাইরে যেতে পারবে না বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, বুধবার দিনভর আদালত চত্বরেও দণ্ডি কাণ্ডের চর্চা চলে। মঙ্গলবার ওই দুই অভিযুক্তকে কোর্টে তোলার আগেই সোমবার অভিযুক্তদের নিয়ে টিআই প্যারেড করানো হয়। তবে টিআই প্যারেডে শনাক্ত করণের বিষয়ে কিছুই বলতে চায়নি পুলিশ । তবে ওই দু’জনকে জামিন দেওয়ার পক্ষে প্রথম থেকেই আইনজীবীরা সওয়াল করে। যার ফলে জামিনও পেয়ে যায়। অভিযোগ, মূল অভিযুক্তদের আড়াল করতে দোষী নয়, এমন দুইজনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু মূল অভিযুক্তর কাছে এখনও পুলিশ কেন পৌঁছাতে পারছে না। পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলছে বিভিন্ন মহল।

উল্লেখ্য, এবিষয়ে জেলা আদালতের সরকারি আইনজীবী সজল ঘোষ বলেন, দণ্ডি কাণ্ডের ধৃত দু’জনকে আদালতে তোলা হয়েছিল। সমস্ত কিছু বিচার বিবেচনা করার পর আদালত ওই দুইজনকে জামিন দিয়েছে। অন্যদিকে, অভিযুক্ত দুইজনের আইনজীবী দেবরাজ চক্রবর্তী বলেন, ওই দু’জন এসসি অন্তর্ভুক্ত। তাই তাদের এসটি অ্যাক্টের মামলা লাগু হয়নি। এমনকি ওই দুইজন সরাসরি অভিযুক্ত নয়। এই মামলার সমস্ত নথি আদালতে পেশ করেছিলাম। স্বাভাবিকভাবেই ওই দুজনের জামিন হয়েছে। দুজনকেই মোট পাঁচ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে সই করে জামিন দিয়েছে। তবে তারা তপনে কিংবা ওই আদিবাসী মহিলাদের সঙ্গে দেখা করতে পারবে না এমনকি আদালতের অনুমতি ছাড়া বাইরে যেতে পারবে না।

দক্ষিণ দিনাজপুর থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close