মানসিক অবসাদে নিজের পিস্তলের গুলিতেই আত্মঘাতী হলেন সিপিআইএম নেতা। ঘটনাটি ঘটেছে সোমবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার পুন্ডরী গ্রাম পঞ্চায়েতের সোনাহান গ্রামে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, মৃত সিপিআইএম নেতার নাম সামসুজ্জামান। বয়স ৭২ বছর। তিনি ২০০৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সিপিআইএমের হরিরামপুর পঞ্চায়েত সমিতির-সহ সভাপতির পদ সামলেছেন।
পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন যাবত তিনি মানসিক অবসাদে ভুগছিলেন,পরিবারের সদস্যদের দাবি- সোমবার সকালে বাড়ির ছাদে উঠতো নিজের পিস্তল দিয়ে নিজের বুকেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি। গুলির শব্দ শুনে বাড়ির ছাদে পরিবারের সদস্যরা গেলে সামসুজ্জামানবাবুকে ছাদেই লুটিয়ে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হরিরামপুর গ্রামীণ হাসপাতালে, সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় হরিরামপুর থানায়। পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানোর ব্যবস্থা করছেন।
তবে প্রশ্ন থেকেই যায়- কারও হুমকির জেরে এই আত্মহত্যা ? নাকি পারিবারিক অশান্তিই এমন আত্মহননের কারন! কীসেরই বা মানসিক চিন্তা ছিল সবটাই অস্পষ্ট।
দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থেকে ইন্দিরা মিশ্রের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।