Dakhsin Dinajpur : তীব্র দাবদাহে জ্বলছে দক্ষিণ দিনাজপুর জেলা

আরও পড়ুন

বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলায় তীব্রতার পারদ ৪০ থেকে ৪২ ডিগ্রি মধ্যে ঘোরাফেরা করছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতাও। এমতাবস্তায় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন, স্বাস্থ্য দফতর ও পুরসভার পক্ষ থেকে জেলাবাসীকে সতর্ক করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। এমতাবস্তায় পুরবাসীকে সতর্ক করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল বালুরঘাট পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা মোহন্ত সাহা চৌধুরী। বালুরঘাট শহরের সাত নম্বর ওয়ার্ডের ব্রীজকালি সহ বিভিন্ন এলাকায় যারা রাস্তায় কাজ করছে তাদেরকে সতর্ক করার পাশাপাশি তাদের মধ্যে ওয়ারেস যুক্ত জল বিতরণ করা হয়। পাশাপাশি মাইকযোগে সতর্ক করা হয় সাধারণ মানুষদের। খুব প্রয়োজনে রাস্তায় বেরোলে কি কি সর্তকতা অবলম্বন করা প্রয়োজন তা জানানো হয়।

অন্যদিকে গরম বাড়তেই বালুরঘাটের বিভিন্ন ইলেকট্রনিকসের দোকানে বিক্রি হচ্ছে দেদারে এসি। গরম থেকে একটু রেহাই পেতেই এসি কেনার ওপর ঝুঁকি বাড়ছে। এদিকে গরম বাড়তেই বিভিন্ন দোকানে এসি কেনার উপর দেওয়া হচ্ছে নানা ধরনের ছাড় । গোটা বালুরঘাট শহর জুড়ে দিনে ৫০ থেকে ১০০ মত এসি বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

দক্ষিণ দিনাজপুর থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close