Daksin Dinajpur : ইলেকট্রিক ট্রেন চালু হয়ে খুশির আমেজ জেলাজুড়ে

আরও পড়ুন

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বালুরঘাট স্টেশন থেকে পথ চলা শুরু করছে ইলেক্ট্রিক ট্রেন। ইলেক্ট্রিফিকেশনের মাধ্যমে বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস প্রথম পথ চলা শুরু করছে। পরবর্তীতে বালুরঘাট থেকে বাকি ট্রেনগুলিও ইলেক্ট্রিফিকেশনের মাধ্যমে চলবে।

প্রসঙ্গত ,বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টাই ওই ইলেক্টিফিকেশন ট্রেনের উদ্বোধন রয়েছে। উত্তরপূর্ব রেলের কাঠিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী ও বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার ওই ট্রেনের শুভ সূচনা করবে। দীর্ঘদিন ধরেই বালুরঘাট-একলাখী রেলপথে ইলেকট্রিফিকেশন এর কাজ চলছিল। এখন থেকে বালুরঘাট থেকে বিভিন্ন পথে পা যদিতে সময় অনেকটাই কমবে। এই ইলেকট্রিক ট্রেন চালুর কথা ঘোষণা হতেই জেলা জুড়ে খুশির আবহাওয়া তৈরি হয়েছে।

দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close