বয়স মাত্র ১০বছর। নাম সুদীপ্ত চক্রবর্তী। কিন্তু এই বয়সেই তাক লাগিয়ে দিল সে কোনরকম প্রশিক্ষণ ছাড়াই দক্ষ ঢাকির মতো ঢাক বাজিয়ে। তপন বিধানসভার বোল্লা অঞ্চলের বাউল এলাকার বাসিন্দা সুকুমার চক্রবর্তীর ছেলে সুদীপ্ত চক্রবর্তী। বছর দশের ওই খুদে বর্তমানে চতুর্থ শ্রেণীর ছাত্র। সূত্রের খবর, বাড়ির বিভিন্ন পুজোতে ঢাকিরা ঢাক বাজাতেন, আর তা দেখেই ঢাক বাজানো নিজের আয়ত্তে এনে ফেলেছেন সুদীপ্ত। বর্তমানে একজন দক্ষ ঢাকীর মতোই ঢাক বাজায় সে। পুজোর অনুষ্ঠানে বাইরে থেকে আনতে হয় না আর ঢাকি এমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা। আগামী দিনে বাজনা নিয়েই এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছে খুদে সুদীপ্ত। তার এই প্রতিভা দেখে তাকে একটি ঢাকও উপহার দিয়েছে তার কাকা। ভালো সহোযোগিতা পেলে আগামী দিনে আরও অনেক এগিয়ে যাবে সুদীপ্ত বলে আশাবাদী পরিবারের সদস্যরা।
দক্ষিণ দিনাজপুরের তপন থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।