Daksin Dinajpur : সংগ্রহশালা দিবসে পড়ুয়াদের বিনামূল্যে প্রবেশের নির্দেশ জেলাশাসকের

আরও পড়ুন

আজ আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস (মিউজিয়াম ডে)। এদিন থেকে বালুরঘাটে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা মিউজিয়ামে ছাত্র-ছাত্রীদের প্রবেশের জন্য কোন মূল্য লাগবে না বলে ঘোষণা করলেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা।

প্রসঙ্গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ‘মিউজিয়াম ডে’ উপলক্ষে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলার মিউজিয়ামে একটি অনুষ্ঠান হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা জেলা পুলিশ সুপার রাহুল দে সহ অন্যান্য মিউজিয়াম কর্মীরা। অনুষ্ঠানে বালুরঘাটের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন।

উল্লেখ্য ,দক্ষিণ দিনাজপুর জেলা মিউজিয়ামে জেলার বিভিন্ন স্থানে উদ্ধারকৃত ঐতিহাসিক মূর্তি সহ অন্যান্য সামগ্রী রাখা হয়েছে দর্শকদের জন্য। মিউজিয়ামের টিকিট মূল্য ধার্য করা হয়েছে ১০ টাকা। এদিন আন্তর্জাতিক ‘মিউজিয়াম ডে ‘অনুষ্ঠানে এসে দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, মিউজিয়াম দেখে ছাত্র-ছাত্রীরা শিক্ষামূলক কাজে উপকৃত হবে। এদিন থেকে স্কুলের শিক্ষামূলক ভ্রমণে ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।

দক্ষিণ দিনাজপুর থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close