Daksin Dinajpur : জেলায় ইলেক্ট্রিক রেলের শুভ সূচনায় খুশি রেলযাত্রী

আরও পড়ুন

বৃহস্পতিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ইলেক্ট্রিক ট্রেনের শুভ সূচনা করলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও সঙ্গে ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী, তপনের বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনরা। ইলেক্ট্রিফিকেশনের মাধ্যমে বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের প্রথম পথ চলা শুরু হল। পরবর্তীতে বালুরঘাট থেকে বাকি ট্রেনগুলিও ইলেক্ট্রিফিকেশনের মাধ্যমে চলবে। দীর্ঘদিন ধরেই বালুরঘাট একলাখী রেলপথে ইলেকট্রিফিকেশন এর কাজ চলছিল। অবশেষে বালুরঘাট স্টেশন থেকে চালু হচ্ছে ইলেক্ট্রিক ট্রেন। যার ফলে গন্তব্যস্থলে যেতে সময় অনেকটাই কম লাগবে। এছাড়াও ইঞ্জিন চেঞ্জ করতেও অনেক কম সময় লাগবে। যার ফলে গন্তব্যে যেতে সময়ও কম লাগবে। এই ইলেকট্রিক ট্রেন চালু হতেই জেলা জুড়ে খুশির আবহাওয়া তৈরি হয়েছে। এর পাশাপাশি এদিন রামপুরে রেলের রেক পয়েন্ট ও গঙ্গারামপুরে শেডের শুভ উদ্ধোধন করা হয়। উদ্ধোধন করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনরা। এর পাশাপাশি বালুরঘাট গুয়াহাটি ট্রেনের জন্য ডিআরএমের কাছে জানানো হয় সাংসদ সুকান্ত মজুমদারের তরফে ৷

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close