Daksin Dinajpur : কালিয়াগঞ্জকাণ্ডে অভিযুক্তকদের ফাঁসির দাবিতে সরব তফশিলী উন্নয়ন সমিতির

আরও পড়ুন

প্রতিবেশী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে সরব তপশিলীজাতি ও উপজাতি উন্নয়ন সমিতি। মঙ্গলবার রাতে সংগঠনের পক্ষ থেকে বালুরঘাট শহরে মোমবাতি হাতে মৌন প্রতিবাদ মিছিল করা হয়। বালুরঘাট আর্য্য সমিতির এলাকা থেকে এই মৌন প্রতিবাদ মিছিল শুরু হয়৷ যা গোটা শহর পরিক্রমার পর বালুরঘাট থানা মোড়ে এসে শেষ হয়। বালুরঘাট থানা মোড়ে অবস্থিত ঠাকুর পঞ্চানন বর্মার পাদদেশে মোমবাতি জ্বালিয়ে মৃতার আত্মার শান্তি কামনা করা হয়৷ এদিনের এই কর্মসূচিকে সব রকম ভাবে সহযোগিতা করেছে বঙ্গীয় রাজবংশী ক্ষত্রিয় সমিতি। এদিকে এই মৌন প্রতিবাদ মিছিল কে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মিছিল জুড়ে বিশাল পুলিশ মোতায়েন ছিল। মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বালুরঘাট ট্রাফিক ওসি বৃতিসুন্দর সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা৷

দক্ষিণদিনাজপুরের বালুরঘাট থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close