Daksin Dinajpur : থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়

আরও পড়ুন

পরিবারের সকলেই ডাক্তার দেখাতে কলকাতায় গেছেন। ফাঁকা বাড়ির সুযোগেই বালুরঘাট থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চুরির ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। এরপরেই চুরির বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে। দেখা যায় বালুরঘাট শহরের শিবতলী এলাকার পরেশ চন্দ্র মন্ডলের বাড়ির দরজা ও আলমারি ভাঙা। ঘরের সবকিছু তছনছ অবস্থায় রয়েছে। এই সব দেখার পরই চুরির বিষয়টি নজরে আসে স্থানীয়দের৷ খবর দেওয়া হয় পরেশচন্দ্র মন্ডলকে৷ তিনি ও তার পরিবার কলকাতায় থাকায় তার ভাই ঘটনাস্থলে আসে।

সূত্রের খবর ,বাড়িতে থাকায় প্রায় ৪-৫ হাজার টাকা ও ২-৩ ভরি সোনার গয়না চুরি গেছে বলে প্রাথমিক অনুমান। সব মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস চুরি গেছে। তবে বাড়ির মালিক আসার পরই ঠিক কি কি চুরি গেছে এবং কত টাকার তা পরিস্কার ভাবে বলা সম্ভব বলে পরেশবাবুর ভাই রঞ্জন মন্ডল জানিয়েছেন৷

এদিকে বালুরঘাট থানার ঢিল ছোঁড়া দূরত্বে চুরির ঘটনা ঘটায় পুলিশি ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে চুরির বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close