আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বালুরঘাট ব্লক তৃণমূলের তরফে ব্লক ও অঞ্চল তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হল।
সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বালুরঘাট ব্লক তৃণমূল নেতৃত্ব৷ এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি স্বপন বর্মন, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অরূপ সরকার, বালুরঘাট ব্লক তৃণমূল সহ সভাপতি দেবদূত বর্মন সহ অন্যান্যরা। এদিন সাংবাদিক বৈঠক করে বালুরঘাট ব্লকের পূর্ণাঙ্গ কমিটি পাশাপাশি এগারোটি গ্রাম পঞ্চায়েতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই জেলা তৃণমূলের নির্দেশে এই কমিটি ঘোষণা করা হয়েছে বলে ব্লক তৃণমূল সভাপতি স্বপন বর্মন জানিয়েছেন।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।