Dakshin Dinajpur : উচ্চশিক্ষার জন্য আমেরিকা পাড়ি দিচ্ছেন শিশির

আরও পড়ুন

বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে লেখা পড়ার মান বাড়াতে এবার আমেরিকা পাড়ি দিচ্ছেন মধ্যবিত্ত পরিবারের সন্তান শিশির ভৌমিক। দক্ষিণ দিনাজপুরের ঠ্যাঙ্গাপাড়ার ছেলে শিশির। সমীরণ ও চন্দনার দুই সন্তান। বড় ছেলে শিশির ভৌমিক। ছোটবেলা থেকে ঠ্যাঙ্গাপাড়া হাইস্কুলে লেখা পড়া করে এখন বিজ্ঞান নিয়ে পড়তে পাড়ি দিতে চলেছেন সুদূর আমেরিকায়।

বাবা সমীরণ ভৌমিক সামান্য ধানের ব্যবসা করে দিন যাপন করেন। মা গৃহ কাজ করেন। ছোট বেলা থেকে বইছাড়া কিছুই বুঝতেন না শিশির। মাধ্যমিক পাশ করার পর তার স্বপ্ন ছিল- গবেষণা করে গবেষক হওয়ার। চরম কষ্টের মধ্যে তিনি নিজে লেখাপড়া করে আজ তাঁর স্বপ্নপূরণ করতে পাড়ি দিতে চলেছেন আমেরিকার মাটিতে। তার এই বিদেশ পাড়ি দেওয়াতে খুশি পরিবারের সকলেই।

দক্ষিণ দিনাজপুরের ঠ্যাঙ্গাপাড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close