শনিবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও জেলা দাবা সংস্থার যৌথ উদ্যোগে বালুরঘাটে আয়োজিত হল জেলা দাবা প্রতিযোগিতা। বালুরঘাট পুলিশ লাইনে এই প্রতিযোগিতায় আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫৪ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বালুরঘাট-সহ গঙ্গারামপুর, বুনিয়াদপুর ও কুশমণ্ডি থেকেও প্রতিযোগীরা এসেছিলেন। প্রতিযোগিতা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে সেরা স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম-সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এবিষয়ে দাবা সংস্থার সভাপতি অঞ্জন চট্টোপাধ্যায় দাবার প্রসার ঘটাতে জেলা পুলিশ এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান তিনি।
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।