গত ২০১৭ সালের শেষের দিকে বাংলাদেশের এক নাগরিক কেরলে কাজ করতে গিয়ে সেখানে কেরলের একজনকে খুন করে ভারতের হিলি সীমান্ত দিয়ে পালাতে গেলে হিলি বর্ডারে বিএসএফ এর হাতে ধরা পড়ে। ধৃত ওই ব্যক্তির নাম আল মামুন। বিএসএফ ওই ব্যাক্তিকে আটক করে হিলি থানার পুলিশের হাতে তুলে দেয়। বাড়ি বাংলাদেশের নবাব গঞ্জের চাপাই ডাংগা গ্রামে বলে সূত্রের খবর।
জানা গেছে, সে কেরলে এক ব্যাক্তিকে খুন করে পালাতে গেলে সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী আটক করে এবং হিলি থানার পুলিশের হাতে তুলে দেয়। হিলি থানার পুলিশ জিজ্ঞেসাবাদ করে পুরো বিষয়টি শোনার পর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের জেলা আদালতে পাঠায়। দীর্ঘদিন ওই মামলাটি দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টে চলার পর আজ দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক রিম্পা রায় তাকে ৫ বছরের স্বশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরও ছয়মাস কারাদণ্ডের নির্দেশ দেন বলে জানান দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী।
Fourteen Time Line, Dakshin Dinajpur