শুক্রবার বংশীহারী ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচন হবে। এই নির্বাচনে এবারে সভাপতি যে কেউ হতে পারেন এবং সহ-সভাপতি সিডিল ট্রাইব হবে। তবে পঞ্চায়েত সমিতির নির্বাচিত ১২ জন সদস্য অংশগ্রহণ করবেন এবং তারাই ঠিক করবেন সভাপতি এবং সহ-সভাপতি নাম।
সূত্রের খবর, গত পাঁচ বছরে সভাপতি ছিলেন রিনা সরকার এবং সহ-সভাপতি ছিলেন গণেশ প্রসাদ। এবারের পঞ্চায়েত নির্বাচনে কে হবে সভাপতি এবং সহ-সভাপতি তা নিয়ে তৃণমূলের ব্লক সভাপতি সহ আরও অন্যান্য সদস্যরা কিছু বলতে পারছে না। তৃণমূল সূত্রে খবর এই সভাপতি এবং সহ-সভাপতি নাম আগামীকাল সকালবেলা নামের লিস্ট আসবে কলকাতা থেকে এবং জেলা সভাপতি সেই খাম খুলে তাদের নির্বাচন করবে। তবে বংশীহারি ব্লকের সাধারণ মানুষ চাইছে গণেশ প্রসাদ কেই সভাপতি করা হোক। যেহেতু গত পাঁচ বছর সহকারি সভাপতি পদ সামলেছেন ফলে সমস্ত কিছু তার নখদর্পনে রয়েছে। ফলে পঞ্চায়েত সমিতি চালাতে এমন কিছু অসুবিধা হবে না বলে জানান এলাকার লোকজন।
দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।