শুক্রবার দুপুরে পিএইচই দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হাসপাতাল মোড়ের পিএইচই অফিসে। মুহূর্তের মধ্যেই ওই দফতরের আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পুরো এলাকা কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন-সহ বিশাল পুলিশ বাহিনী। কিভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। এদিকে যারা অফিসের কর্মী ছিলেন, তারা সকলেই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। অনেকে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে আহত হয়েছেন কেও কেও বলে জানা গেছে। ঘটনাস্থলে এসেছেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণাও।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।