রাস্তার ধারে পরিতক্ত ব্যাগ থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার সুকদেবপুর তাঁত সমিতি এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের আগে তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা।ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ বোমাটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
স্থানীয় সূত্রের খবর, বুধবার রাত্রি ১০টা নাগাদ তাঁতসমিতি এলাকায় বোমা ফাটার শব্দ পান এলাকাবাসীরা। পাশাপাশি বৃহস্পতিবার সকালে তাঁতসমিতি এলাকায় মহারাজপুর-সুকদেবপুর গ্রামীণ সড়কের ধারে একটি পরিতক্ত ব্যাগে বোমা দেখতে পান স্থানীয়রা। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।ঘটনার পর খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়।পুলিশ পৌঁছে বোমাটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।এদিকে এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা।এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। এই বিষয়ে এলাকাবাসীরা জানান।
গঙ্গারামপুর থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।