চোরাই লরি উদ্ধার সহ এক জনকে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ।রবিবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে হাজির করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
সূত্রের খবর, গত বুধবার গঙ্গারামপুর শহরের পুনর্ভবা সেতু সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ১৬ চাকার লড়ি চুরি যায়। গঙ্গারামপুর থানায় লরি চুরির অভিযোগ দায়ের লরির মালিক। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে গঙ্গারামপুর থানার পুলিশ। তদন্তে নেমে মালদা জেলার ওল্ড মালদা থেকে চুরি যাওয়া লরিটি উদ্ধার করে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে গঙ্গারাম পুর থানা। পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকএর চুরি যাওয়া গাড়ির খালাসীর কাজ করতেন। ধৃত যুবকের নাম বুধিরাম বেসরা। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম সরতলী এলাকায়।রবিবার ধৃত ওই যুবককে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।