হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে বুনিয়াদপুর পর্যন্ত অনুষ্ঠিত হল বিজেপি-র বাইক র্যালি। বাইক র্যালির প্রথম সারিতে ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর বুনিয়াদপুর মহকুমা প্রশাসনিক ভবনের সামনে এক পথ সভা করা হয়। মূলত স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারের গৃহীত কর্মসূচি প্রচারের উদ্দেশ্যেই এদিনের দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির বাইক র্যালি ও পথসভা।
১. অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর বীরভূমের তৃণমূল নেতারা বিরোধীদের মাজা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে। স্বশরীরে না থাকলেও দলের নেতা-কর্মীদের লাগাম ছাড়া ভাষা হুমকির মধ্যে কেমন রয়েছেন কেষ্ট?
২. নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হর-ঘর তিরাঙ্গা মিছিলে বাধা। অনুমতি না থাকায় মিছিল করা যাবে না, দাবি স্থানীয় প্রশাসনের। তৃণমূল সরকার দেশ বিরোধী, তাই মিছিলে বাধা, দাবি বিজেপির। অমিত শাহকে চিঠি শুভেন্দুর। শনিবার মেদিনীপুর সংশোধনাগারে বাধা কেন্দ্রীয়মন্ত্রী সুভাষ সরকারকে।
৩. অনুব্রত মণ্ডলকে বাড়িতে গিয়ে চিকিৎসা করার বিষয় নির্দেশ দিয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি। তা নিয়েও সরব বিজেপির রাজ্য সভাপতি।
ফোর্টিন টাইমলাইন, গঙ্গারামপুর।